করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী। বৃহস্পতিবার (০৮ জুলাই) রাতে খুলনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এম. মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর শারীরিক অবস্থা বর্তমানে ভালো রয়েছে। তিনি নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, উপসর্গ দেখা দিলে গত ২৯ জুন খুমেক ল্যাবে করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করি। আজ বৃহস্পতিবার (০৮ জুলাই) মোবাইলে ম্যাসেজের মাধ্যমে জানানো হয় আমার করোনা পজেটিভ। তারপরও আমি তাদের সাথে যোগাযোগ করি, তারা পূনরায় দেখে আমাকে নিশ্চিত করেছেন আমার করোনা পজেটিভ। আমি বাসায় রয়েছি। আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। তিনি সুস্থতার জন্য সকলের কাছে আল্লাহর নিকট দোয়া প্রার্থনার অনুরোধ জানিয়েছেন।
খুলনা গেজেট /এমএম