খুলনা, বাংলাদেশ | ৩০ আশ্বিন, ১৪৩১ | ১৫ অক্টোবর, ২০২৪

Breaking News

  একদিনে ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, শনাক্ত ১১০৮
  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় শিশুসহ নিহত ৩
  বুধবার থেকে ডিমের নতুন দাম কার্যকর হবে : ভোক্তা ডিজি
  দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর হবে সরকার : শ্রম উপদেষ্টা
  এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ; পাশের হার ৭৭.৭৮
ভা‌লো ফলন ও দাম পাওয়ার পাশাপা‌শি সরকা‌রি প্রণোদনায়

খুলনায় স‌রিষা চা‌ষে আগ্রহ বে‌ড়ে‌ছে কৃষক‌দের

তরিকুল ইসলাম

খুলনায় প‌তিত জ‌মি‌তে স‌রিষা আবাদ ব‌্যাপক বে‌ড়ে‌ছে। বিগত বছ‌রে ফলন ও দাম ভা‌লো পাওয়ার পাশাপা‌শি স‌রকা‌রি প্রণোদনায় কৃষক‌দের আগ্রহ উ‌ল্লেখ‌যোগ‌্য হা‌রে বে‌ড়ে‌ছে। ই‌তোম‌ধ্যে লক্ষ‌মাত্রা ছ‌ড়ি‌য়ে গতবছ‌রের থে‌কে প্রায় দেড় গুন বে‌শি জ‌মি‌তে বীজ বপন করা হ‌য়ে‌ছে। আমন কর্তন শেষ হ‌লে আবাদকৃত জমির প‌রিমাণ আরও বাড়‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন কৃ‌ষি বিভাগ।

খুলনা কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্রে, সরিষা চাষে ১১ হাজার ৪০০ জনকে প্রণোদনা দেয়া হয়েছে। প্রত্যেক‌কে এক‌বিঘা জ‌মি‌তে চা‌ষের জন‌্য এক কে‌জি বীজ ও প্রয়োজনীয় সার দেয়া হ‌য়ে‌ছে। এবার ৯৭০ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা ছিল। তবে ইতোমধ্যে ১১২৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে। এখনও চাষাবাদ চলছে। আবাদকৃত জমির পরিমাণ এখনও বাড়বে। গত বছর ৮০৫ হেক্টর জমিতে ৯১০ মেট্রিকটন সরিষা উৎপাদন হয়।

রূপসা উপ‌জেলার নৈহাটী গ্রামের আব্দুল হা‌মিদ ভাসানী ব‌লেন, আমন ধান ঘ‌রে তোলার প‌রে জ‌মি ফেলা‌নো থাক‌তো। এবছর কৃ‌ষি অ‌ফিস থে‌কে প্রণোদনা পে‌য়ে এক বিঘা জ‌মি‌তে স‌রিষা চাষ ক‌‌রে‌ছি। আশা কর‌ছি ফলন ভা‌লো হ‌বে।

কয়রার দেয়াড়া গ্রা‌মের শামীমা খাতুন ব‌লেন, গত বছর অ‌ন‌্যদের ভা‌লো স‌রিষার ফলন দে‌খে এ বছর চাষাবা‌দের আগ্রহ হয়। তাই একজ‌নের থে‌কে স‌রিষা বীজ সংগ্রহ ক‌রে বা‌ড়ির আ‌ঙ্গিনায় প‌ড়ে থাকা ৩ শতক জ‌মি‌তে চাষ ক‌রে‌ছি।

একই উপ‌জেলার  বেদকাশি এলাকার শফিকুল ইসলাম জানান, তে‌লের দাম অ‌নেক বে‌ড়ে‌ছে। গত বছর অল্প জ‌মি‌তে লা‌গি‌য়ে‌ছিলাম। এবছর ২ বিঘা জ‌মি‌তে লা‌গি‌য়ে‌ছি।

বটিয়াঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, বটিয়াঘাটায় বিনা চাষে সরিষা আবাদ হয়। ধান কাটার পরে মাঠে বীজ বপন করা হয়। এখনও আমন ধান কাটতে বাদ থাকায় সরিষা চাষও বাদ রয়েছে। তবে গত বছরের চেয়ে দ্বিগুন জমিতে চাষ হবে বলে জানান তিনি।

রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান বলেন, গত বছরের চেয়ে এবার ১৬০ হেক্টর জমিতে বেশি চাষ হয়েছে। ২৩০ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। গতবার ৭৭ হেক্টর জমিতে সরিষা চাষ হয়। সরকার বিদেশ থেকে তেল আমদানী কমাতে তেল বীজ উৎপাদ‌নের উদ্যোগ নিয়েছে। চাষিদের‌কে প্রণোদনা দেয়া হ‌য়ে‌ছে। এছাড়া গতবছর সরিষার ফলন ও দাম ভালো পাওয়ায় চাষিদের আগ্রহ বেড়েছে।

খুলনা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম বলেন, বর্তমা‌নে ডলারের সংকট চলছে। বিদেশ থেকে তেল আনতে অনেক টাকা চলে যাচ্ছে। এজন্য সরকার তেলবীজ উৎপাদন ৪০ শতাংশ বৃদ্ধির জন‌্য তিন বছরের রোড ম্যাপ দিয়েছে। এ বছরই ৩০ শতাংশ তেল ফসল আবাদ বাড়ানোর কথা রয়েছে। ইতোমধ্যে সরিষা আবাদ লক্ষ্যমাত্রা থেকে ১৫ শতাংশ বেশি হয়েছে। চাষাবাদের পরিমাণ আরও বাড়বে। এছাড়াও সূর্যমুখী আবাদও ব্যাপক বাড়বে বলে তিনি জানান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!