খুলনাস্থ বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির আয়োজনে শের-এ-বাংলা এ কে ফজলুল হকের ১৪৭ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় নগরীর হোটেল আরাফাত ইন্টারন্যাশনালের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির ভাইস-প্রেসিডেন্ট মোঃ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ম্যানেজার ফিরোজ আলম খান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তৃতা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার।
সমিতির আজীবন সদস্য অধ্যাপক এমএ মান্নান বাবলুর উপস্থাপনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কাজী নূরুল ইসলাম, এম এ সালাম, মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, এ্যাড. মাসুম বিল্লাহ, প্রধান শিক্ষক লিয়াকত হোসেন, আমজাদ হোসেন, সালাম মোল্লা, হুমায়ুন কবির বালি, শিক্ষক আবুল কালাম, সেলিম হাওলাদার, সাবেক সেনা কর্মকর্তা শহিদুল ইসলাম, খন্দকার খলিলুর রহমান, শিক্ষক হুমায়ুন কবির, মামুন রেজা হাওলাদার, আব্দুস সালাম, মোঃ মনির হোসেন, হোসনেয়ারা বেগম ও এইচএম জহিরুল ইসলাম প্রমুখ। সভা শেষে শের-এ-বাংলা এবং সমিতির প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত এবং করোনামুক্ত দেশ ও জাতি কামনা করে দোয়া পরিচালনা করেন সমিতির নেতা মুজিবুর রহমান খন্দকার।
খুলনা গেজেট/এআইএন