খুলনায় মাদক মামলায় এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চারমাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৪ এর বিচারক নীলা কর্মকার এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শেখ মাহাবুবুর রহমান।
সাজাপ্রাপ্ত আসামি হলেন, রাবেয়া বেগম। তিনি সাতক্ষীরা জেলার আলীপুর এলাকার জনৈক শহীদুল ইসলামের স্ত্রী।
আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ৩০ এপ্রিল দুপুরে র্যাব ৬ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বটিয়াঘাটা থানাধীন রোশনীবাগ এলাকায় অজ্ঞাত এক নারী সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছে। এমন সংবাদ পেয়ে র্যাব সেখানে পৌছায়। এসময়ে ওই নারীর এক হাতে একটি প্লাস্টিকের বস্তা ও অন্য হাতে দুই শিশু ছিল। ব্যাগে কি আছে এমন প্রশ্নের সন্তোষজনক উত্তর ওই নারী দিতে পারেনি। পরে র্যাব সদস্যরা বস্তা তল্লাশী করে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। ওইদিন দুপুরে র্যাবের ডিএডি হারুনুর রশীদ বদী হয়ে বটিয়াঘাটা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। একই বছরের ১৬ জুন বটিয়াঘাটা থানার পি এস আই মোঃ মোশারেফ হোসেন আসামি রাবেয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।