খুলনা আড়ংঘাটা থানায় দায়ের হওয়া মাদকের একটি মামলায় তিন আসামির প্রত্যেককে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৮ মার্চ) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সারওয়ার আহমেদ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২৪ ফেব্রুয়ারি দুপুর দেড়টায় আড়ংঘাটা তেলিগাতী বাইপাস সড়কের বিবেক মন্ডলের চায়ের দোকানের পাশে অভিযান চালিয়ে পুলিশ ৮২০ পিচ ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলো, আড়ংঘাটা গাইকুড় এলাকার মোঃ ইয়াছিন শেখের ছেলে মোঃ রাজিব, ছোট বয়রার কামরুল হক চৌধুরীর ছেলে ইয়ারুল ইসলাম চৌধুরী ও একই এলাকার মোঃ মাসুদুর রহমানের ছেলে আরিফুল ইসলাম। পরে তারা জানায়, মাদক ব্যবসায়ী হোসেন ঢালীর নিকট থেকে ইয়াবা ক্রয় করে উক্ত এলাকায় মাদকের ব্যবসা করছিল। তাকে এ মামলায় সহযোগী আসামি করা হয় বলে পুলিশের দাবি। পরে ওই দিনে এসআই আবুল বাসার বাদী হয়ে থানায় মাদক আইনে তাদের চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন, যার নং ৯।
মামলার তদন্ত কর্মকর্তা এ তথ্যটি নিশ্চিত করে জানান, মামলার পরেরদিন গ্রেপ্তারকৃত তিনজনের পাঁচ দিনের রিমান্ড আবেদন জানিয়ে প্রেরণ করলে, আদালত তাদের প্রত্যেককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
খুলনা গেজেট/এমএইচবি