খুলনায় ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬৫০ গ্রাম গাঁজাসহ ১১ জন মাদক ব্যবসায়িকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ি আব্দুল্লাহ আল মামুন@সৌরভ(২১), পিতা-মোঃ মোজাম্মেল হোসেন, সাং-১/২ দক্ষিণ টুটপাড়া বাইতুল আমান মহল্লা, থানা-খুলনা সদর; পারভেজ ফকির(২৮), পিতা-মৃত: মুরাদ ফকির, সাং-২৯ টিবি ক্রস রোড, থানা-খুলনা; মোঃ জুম্মান শেখ(২১), পিতা-মোঃ বাবুল শেখ, সাং-জোড়াগেট মন্টুর কলোনী, থানা-খালিশপুর; মোঃ সাইফুল ইসলাম@ ইমন@ ঝন্টু(২৭), পিতা-মোঃ ইমান আলী সাং-বাকপুরা, থানা-ভাংগা, জেলা-ফরিদপুর, এ/পি সাং-পালবাড়ী মোড়, থানা-কোতয়ালী, জেলা-যশোর; মোছাঃ পূর্ণিমা শেখ বর্ণা(২০), স্বামী-মোঃ সাইফুল ইসলাম@ ইমন@ ঝন্টু, সাং-বাকপুরা, থানা-ভাংগা, জেলা-ফরিদপুর, এ/পিসাং-পালবাড়ী মোড়, থানা-কোতয়ালী, জেলা-যশোর; মোঃ মইনুদ্দিন মোল্যা(২৯), পিতা-হেদায়েত মোল্যা, সাং-পূর্ব কাটেঙ্গা, থানা-তেরখাদা, জেলা-খুলনা; মোঃ নজরুল হোসেন রনি(৩২), পিতা-মৃত: নাজির হোসেন, সাং-ইখড়ি, থানা-তেরখাদা, জেলা-খুলনা; মোঃ সোহাগ হাওলাদার(২৫), পিতা-মৃত: সেলিম হাওলাদার, সাং-কৃষ্ণনগর চড়া, থানা-লবণচরা; মোঃ সাইফুল গাজী(২৭), পিতা-মাগরিব গাজী, সাং-সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের পিছনে, আদর্শ পল্লী, থানা-সোনাডাঙ্গা মডেল; মোঃ সোহাগ হাওলাদার(৪০), পিতা-মোঃ ফজলুল হাওলাদার, সাং-মাছেরখাল, থানা-পাথরঘাটা, জেলা-বরগুনা, এ/পি সাং-হাউজিং বাজার, থানা-খালিশপুর এবং মোঃ খোকন শেখ(৩৮), পিতা-মৃত: কুদ্দুস শেখ, সাং-ধুলিগাতি উত্তরপাড়া, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-হেুাগলাডাঙ্গা মোড়ের পাশে, থানা-লবণচরা, খুলনা মহানগরী’দেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদক ব্যবসায়ীদের নিকট থেকে এ সময় ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬৫০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৮ টি মাদক মামলা করা হয়েছে। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/ টি আই