খুলনা, বাংলাদেশ | ২৪ আশ্বিন, ১৪৩১ | ৯ অক্টোবর, ২০২৪

Breaking News

  হাইকোর্টে ২৩ জনকে অতিরিক্ত বিচারপতি নিয়োগ, আজ শপথ

খুলনায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

‘কুষ্ঠ রোগীর সামাজিক মর্যাদায়, ঐক্যবদ্ধ আমরা সবাই’ এই প্রতিপাদ্য নিয়ে আজ রবিবার(৩০ জানুয়ারি) খুলনায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়।

দিবসটি পালন উপলক্ষে খুলনা সিভিল সার্জন দপ্তর, বিভাগীয় স্বাস্থ্য দপ্তর ও জিও-এনজিও নেটওয়ার্কের উদ্যোগে সদর হাসপাতাল চত্বরে স্টান্ডিং র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ।

প্রধান অতিথির বক্তৃতায় সিভিল সার্জন বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ কুষ্ঠ মুক্ত হবে। এই লক্ষ্যে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের সবধরণের সেবাপ্রাপ্তি সহজতর করার আশ্বাস ব্যক্ত করেন।

তিনি বলেন, মাঠ পর্যায়ের স্বাস্থ্য বিভাগের সকলকর্মীগণ যদি কুষ্ঠ ও প্রতিবন্ধিতা সম্পর্কে জানে এবং প্রাথমিকভাবে চিহিৃত করতে পারে তাহলে এই রোগ অনেকাংশে দুরীভূত হবে। তিনি এই রোগ সম্পর্কে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রচার-প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা পিনোন’র প্রজেক্ট এন্ড মেডিকেল ডিরেক্টর ডাঃ সিস্টার রবের্তো, টিবি হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ আনোয়ারুল আজাদ, সিএসএস এর প্রোজেক্ট অফিসার মোঃ খালেকুজ্জামানসহ বিভিন্ন জিও-এনজিওর প্রতিনিধিরা বক্তৃতা করেন।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!