খুলনা, বাংলাদেশ | ৪ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

খুলনায় বাড়িতে যেয়ে করোনা আক্রান্তদের স্যাম্পল সংগ্রহের কাজ পুনরায় চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাসে আক্রান্তদের স্যাম্পল সংগ্রহকারী টিমের কাজ বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করে অধিক সংক্রমণ স্থল খুলনায় অবিলম্বে এই টিমের কাজ পুনরায় চালুসহ লোকবল ও সামর্থ বাড়িয়ে শহরের বিশলতা ও সংক্রমণের অধিক হার বিবেচনায় কমপক্ষে ৫টি টিম গঠনের দাবি জানিয়েছে খুলনা মহানগর বিএনপি।

প্রদত্ত বিবৃতিতে বিএনপি বলেছে, সংক্রমণ রোধে লকডাউন, মাস্ক পরা, হাত ধোয়ার চাইতে গুরুত্বপূর্ণ কাজ রোগী সনাক্ত ও তার চিকিৎসার ব্যবস্থা করা। সকল কাজই সমান গুরুত্ব দিয়ে দেখার বিষয়। কষ্ট হচ্ছে কিংবা জনবল নাই অজুহাতে জনগণকে সার্ভিস না দেয়ার কোন সুয়োগ নেই। ইতিপুর্বে খুলনা মহানগর বিএনপি তার বিবৃতিতে বলেছে বর্তমান সময় করোনা ভাইরাসের সবচেয়ে হটস্পট খুলনায় চিকিৎসার কোন অবহেলা ও গাফিলতি জনগণ মেনে নেবে না।

নেতৃবৃন্দ আগামী ২৪ ঘন্টার মধ্যে ৫টি স্যম্পল কলেকশন টিম গঠন করে মাঠে নামানোর দাবি জানিয়ে খুলনা মহানগরীতে একাধিক হাসপাতালে করোনা পরীক্ষা, যেহেতু হাসপাতালের শয্যা সংখ্যা কম সেহেতু মোবাইল মেডিকেল টিম গঠন, রাজধানী থেকে চিকিৎসক ও নার্স এনে জনবল সংকট লাঘবের দাবি জানান। একই সাথে মৃত্যুর হার কমাতে অক্সিজেন সংকট মেটাতে বাস্তব পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

মানবিক সাহায্য কর্মসূচি

করোনা ভাইরাসে আক্রান্তদের বিনা খরচে চিকিৎসা সহায়তা প্রদানে গঠিত খুলনা মহানগর বিএনপির মানবিক সহায়তা কার্যক্রম খুলনা কল সেন্টার দীর্ঘ এক বছর মানুষের কল্যাণে কাজ করছে। মানুষের দেয়া সাহায্য মানুষের স্বাস্থ্য সেবায় নিয়োজিত কল সেন্টার মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় ডাক্তারী পরামর্শ, রোগী পরিবহনে ফ্রি এ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার সহায়তা, গরীব রোগীদের প্রয়োজনে ওষুধ ও খাদ্য সহায়তা এবং মৃত করোনা রোগীদের ফ্রি দাফন-কাফনের ব্যবস্থার মধ্যে দিয়ে বিএনপি পরিচালিত কল সেন্টার আর্ত মানবতার সেবায় কাজ করছে।

বুধবার (২৩ জুন) সকালে বিশিষ্ট সমাজসেবক আবু সাঈদ একটি অক্সিজেন সিলিন্ডার ও সাবেক সরকারি কর্মকর্তা মাসুমা বেগম ২ হাজার টাকা করোনা ভাইরাসের চিকিৎসার জন্য কল সেন্টারে দান করেছেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিসহ নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!