খুলনা, বাংলাদেশ | ২৮ আশ্বিন, ১৪৩১ | ১৩ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬০
  জুলাই গণহত্যার বিচারে চলতি সপ্তাহে ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ, শেখ হাসিনাসহ পলাতক আসামিদের বিরূদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে, তাদের ফেরাতে ইন্টারপোলের সহায়তাও নেয়া হবে : চিফ প্রসিকিউটর

খুলনায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদপত্র বিতরণ

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ইমামগণকে সমাজের নেতা হিসেবে উল্লেখ করে বলেছেন শিক্ষা, স্বাস্থ্য রক্ষাসহ জনকল্যাণমূলক কাজে ইমামদের ভূমিকা রাখতে হবে। বর্তমান সরকার ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আলেম-ওলামা ও ইমামগণের কল্যাণে কাজ করছে। এছাড়া ইসলামের খেদমতকার হিসেবে মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করা হচ্ছে।

সিটি মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে ইসলামী আদর্শ উজ্জীবিতকরণ ও তাহজীব তমুদ্দুন রক্ষার জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ইসলামিক ফাউন্ডেশনের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। এ কর্মসূচির আওতায় সারাদেশে চার শতাধিক মডেল মসজিদ নির্মাণের কাজ চলছে। যার অনেকগুলোর নির্মাণ কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে।

সিটি মেয়র আজ বুধবার সকাল ১০ টায় নগরীর ইমাম প্রশিক্ষণ একাডেমী মিলনায়তনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। সিটি মেয়র ইমামগণকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে দেশের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার আহবান জানান।

বিভাগীয় পরিচালক একেএম ফজলুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের সেক্রেটারী মল্লিক আবিদ হোসেন কবীর। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ইমাম প্রশিক্ষণ একাডেমী খুলনার স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষক ডা. আবুল কাশেম মোহাম্মদ মোস্তফা এবং দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ হযরত আলী। খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত ইমামগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!