খুলনায় নবম শ্রেণির পাঠ্যপুস্তক এখনও পৌঁছায়নি। এ শ্রেণির পাঠ্যপুস্তক পৌঁছাতে বিলম্ব হচ্ছে। আগামী ১ জানুয়ারি থেকে শিক্ষাবর্ষ শুরু হচ্ছে। যদিও ১৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে।
অষ্টম শ্রেণি পাশ করার পর শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়। অনেকেই পুরানো পাঠ্যপুস্তক দিয়ে পাঠাভ্যাস করছে। শিক্ষার্থীরা আভাস পেয়েছে পাঠ্যপুস্তক ও সিলেবাসের পরিবর্তন হবে না। অন্যান্য বছর ১ জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যায়। এবার তার ব্যতিক্রম হচ্ছে, করোনাজনিত কারণে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর, খুলনার সূত্র জানায়, বুধবার পর্যন্ত নতুন বই পৌঁছায়নি। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ১৭ বিষয়ের এবং অষ্টম শ্রেণির ৮ টি বিষয়ের বই পৌঁছেছে। অষ্টম শ্রেণির ৯ টি বিষয়ের বই এখনও পৌঁছায়নি। অষ্টম শ্রেণির বাংলা আবশ্যিক, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ^ পরিচয়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মের বই পৌঁছায়নি।
থানা মাধ্যমিক শিক্ষা অফিসার রুমানা ইয়াসমিন জানান, “প্রায় প্রতিদিন ছাপাখানা থেকে বই আসছে। বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একদফা বই পৌঁছানো হয়েছে। তিনি আশাবাদী ৩০ ডিসেম্বর নাগাদ নবম শ্রেণির পাঠ্যপুস্তক জেলা সদরে এসে পৌঁছাবে।”
খুলনা গেজেট/এনএম