খুলনা, বাংলাদেশ | ৩০ আশ্বিন, ১৪৩১ | ১৫ অক্টোবর, ২০২৪

Breaking News

  এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ; পাশের হার ৭৭.৭৮
  খাগড়াছড়ির দীঘিনালাতে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় ট্রেনের ধাক্কায় আযমখান কমার্স কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনায় চলন্ত ট্রেনের ধাক্কায় আযমখান কমার্স কলেজের বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি এলাকায় এ দুর্ঘটনার শিকার হয়ে তিনি মারা যান। মৃত ওই শিক্ষার্থী হলেন, আব্দুল আজিজ। তিনি যশোর জেলার গদখালী উপজেলার নিত্যানন্দকাটি গ্রামের জনৈক আতিয়ার রহমানের ছেলে। তি‌নি খুলনায় থেকে লেখাপড়া করতেন।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১ টার দিকে খানজাহান আলী থানাধীন শিরোমনি এলাকায় সকাল থেকে ঘোরাঘুরি করছিলেন। দুপুর ১ টা ৪০ মিনিটের দিকে শিরোমনি হাবিব বিল্ডিংয়ের রাস্তা ধরে পশ্চিম দিকে হাটা শুরু করেন তিনি। এর কিছুক্ষণ পর বেনাপোলগামী কমিউটার ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর প্রান্তে পড়ে যান। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ।

রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা মো: খবির আহমদ বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। ছেলেটি কী কারণে সেখানে অবস্থান করছিলেন তা এখনও জানা যায়নি। তার মরদেহ উদ্ধার করে দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।

রেলওয়ে থানার এ এস আই ভবেশ কুমার এলাকাবাসি বরাত দিয়ে এ প্রতিবেদককে জানান, সকাল থেকে ওই শিক্ষার্থী মনমরা হয়ে ঘোরাঘুরি করছিল। কখনও ট্রেন লাইন আবার কখনও রাস্তা ধরে। দুপুর ১ টা ৪০ মিনিটের দিকে দিকে রেল লাইন ধরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। এর কিছুক্ষণ পরে বেনাপোলগামী কমিউটার ট্রেন তাকে ধাক্কা দিলে অপর প্রান্তে গিয়ে পড়ে যান। ধাক্কায় তার হাত পা সহ শরীরের অন্যান্য অঙ্গ ভেঙ্গে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মরদেহের সুরাতহাল রিপোর্ট তৈরি করে দৌলতপুর রেলফাঁড়ি প্রেরণ করা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা লাশ বুঝে নেওয়ার জন্য খুলনায় আসছেন।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!