খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত
  খুলনার ফুলতলা উপজেলায় সুমন মোল্লা নামের একজনকে গুলি করে হত্যা
  সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় : ডিএমপি
  মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি ৬ মে পুনর্নির্ধারণ

খুলনায় জলদস্যুদের আত্মসমর্পণের বার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

সুন্দরবনের জলদস্যুদের আত্মসমর্পণের বার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে খুলনা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল রওশনুল ফিরোজ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান চট্রগ্রামের র‌্যাব-৭ এর জলদস্যু আত্মসমর্পণ অনুষ্ঠান হতে অনলাইনে খুলনা র‌্যাব আয়োজিত এই অনুষ্ঠানে যুক্ত হন।

খুলনা র‌্যাব -৬ সদর দপ্তর আয়োজিত অনুষ্ঠানে সুন্দরবনের মৎসজীবী ও মৌয়ালদের পক্ষ হতে র‌্যাব মহাপরিদর্শককে প্রদত্ত সম্মাননা স্মারক গ্রহণ করেন র‌্যাব-৬ এর অধিনায়ক । এসময় ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবন জলদস্যু মুক্ত হওয়ার পূর্ব ও পরবর্তী পরিস্থিতি বক্তৃতার মাধ্যমে তুলে ধরেন মৌয়ালচাষি বণিক জাতীয় জোটের সভাপতি সৈয়দ মঈনুল আনোয়ার ও মৎসজীবী সমবায় সমিতির আহবায়ক মোল্লা শামসুর রহমান। অনুষ্ঠানে র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল রওশনুল ফিরোজ ও র‌্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলামকে মৌয়াল ও মৎসজীবীদের পক্ষ হতে শুভেচ্ছা স্মারক উপহার দেওয়া হয়। সুন্দরবনকে দস্যুমুক্ত করার ক্ষেত্রে র‌্যাবের কর্মকান্ডে সহযোগিতা প্রদানের জন্য মৌয়াল জনগোষ্ঠীর পক্ষ হতে সাংবাদিক সোহাগ দেওয়ানকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।

অনুষ্ঠানে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, সরকারি কর্মকর্তা, সাবেক বনদস্যু ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!