অস্ত্র মামলায় খুলনার একটি আদালত মোহাম্মদ মাহমুদুল হাসান বাবলু নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। ফুলতলা উপজেলার দামোদর গ্রামের দক্ষিণ পাড়ার আবুল কাসেম মোল্লার ছেলে সে।
সোমবার (৬ ডিসেম্বার) খুলনা স্পেশাল ট্রইব্যুনাল ৫ এর বিচারক চৌধুরী মোহাম্মদ মাহবুবুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।
আদালত সূত্র জানায়, ২০১২ সালের ১২ ডিসেম্বর রাত সাড়ে নয়টার দিকে র্যাব ৬ একটি বিশেষ দল ফুলতলা উপজেলায় অভিযান পরিচালনা করে। এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওই এলাকার তাজপুর গ্রামের একটি গরুর হাটে একদল সন্ত্রাসী অবস্থান করছে। রাত সাড়ে দশটার দিকে প্রশাসনের সদস্যরা সেখানে উপস্থিত হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এ সময় মাহমুদুল হাসান বাবলুকে প্রশাসনের সদস্যরা আটক করে। তার দেহ তল্লাশি করে একটি বিদেশি এক নালা কাটা বন্দুক উদ্ধার করে তারা। এ ব্যাপারে পরের দিন ফুলতলা থানায় বাবলুকে আসামি করে র্যাব ৬ এর ডিএডি মোহাম্মদ আলী বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। ২০১৩ সালের ৯ জানুয়ারি ফুলতলা থানার এস আই মোহাম্মদ আব্দুল খালেক হাওলাদার বাবলুকে আসামি করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।