ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিক্রির সময় বাড়ানো হয়নি। তবে তেলের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে এ কার্যক্রম। খুলনাসহ বিভাগের পাঁচটি জেলার ২৯ টি উপজেলায় সীমিত আকারে এখন চলছে টিসিবি পণ্য বিক্রি। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার আঞ্চলিক কর্মকর্তা মোঃ আনিসুর রহমান।
ঈদের আগে খুলনা নগরীর ১০ টি পয়েন্টে খোলা বাজারে পণ্য বিক্রি করা হয়। সে সময় থেকে পণ্যের চাহিদা বাড়তে থাকে। নগরীর আশপাশের উপজেলা থেকে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। কিন্তু ঈদের পর থেকে ট্রাকসেল পয়েন্ট কমে যায়। ৫২ জন ডিলারকে বাই-রোটেশনের মাধ্যমে নগরীর ৫ টি পয়েন্টে মালামাল বিক্রি করতে দেখা গেলেও শুরু হওয়ার ঘন্টা খানেকের মধ্যে শেষ হয়ে যায় পণ্য । এ নিয়ে ক্রেতা ও ডিলারের মধ্যে বাকবিতন্ডা দেখা যায়। পণ্য বৃদ্ধির জন্য ডিলাররা উর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করতে থাকেন।
ট্রাক সেল বৃদ্ধি করা না গেলেও এ মাসের শুরুতে পণ্য বরাদ্দ বাড়ানো হয়। ১২ আগস্ট থেকে ৫ টি পয়েন্টের প্রতিটি ট্রাকে সয়াবিন তেলের বরাদ্দ বাড়িয়ে প্রতিটি ট্রাকে ৮ শ’ লিটার তেল দেওয়া হচ্ছে। তবে ডাল ও চিনির পরিমাণ কমানো হয়েছে।
খুলনার আঞ্চলিক কর্মকর্তা মোঃ আনিসুর রহমান এ প্রতিবেদককে জানান, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর , নড়াইল ও খুলনা জেলার ২৯ টি উপজেলায় টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম ২৬ আগস্টের পর বন্ধ হয়ে যাবে। পরবর্তী নির্দেশ এলে পুনরায় আবার বিক্রি শুরু হবে।