খুলনা, বাংলাদেশ | ২২ আশ্বিন, ১৪৩১ | ৭ অক্টোবর, ২০২৪

Breaking News

  সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার

খুলনার ২৫টি ইউপিতে ভোটগ্রহণ চলছে (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

খুলনার চার উপজেলায় ২৫টি ইউনিয়নে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদে নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়েছে।

জেলার সিনিয়র নির্বাচন অফিসার এম মাজহারুল ইসলাম জানান, ডুমুরিয়া, ফুলতলা, রূপসা ও বটিয়াঘাটা উপজেলার ২৫টি ইউনিয়নে গ্রহণ চলছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রত্যেক উপজেলায় র‌্যাব ও বিজিবি’র তিনটি করে মোট ৬ প্লাটুন টহল থাকবে, প্রত্যেক কেন্দ্রে ৫-৬ জন পুলিশসহ ১৭জন আনসার থাকবে। উপজেলায় তিনজন ম্যাজিস্ট্রেটসহ ৩-৪টি ইউনিয়ন তদারকির জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে।

তিনি আরও জানান, ২৬১টি কেন্দ্রে মোট ভোটার ৫ লাখ ৩৭ হাজার ৬৬৮ জন। ইউপি চেয়ারম্যান প্রার্থী ১১৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ২৯৬ জন এবং সাধারণ সদস্য প্রার্থী ৯৫৮ জন।

সূত্রমতে, ডুমুরিয়ার ১৪টি ইউনিয়নে, বটিয়াঘাটায় তিনটি ইউনিয়নে, ফুলতলায় ৪টি ইউনিয়নে এবং রূপসা উপজেলায় চারটি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় বৈধ অস্ত্রসহ চলাচল ও অস্ত্র প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!