খুলনার সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনসহ জেলা টিমের ছয় কর্মকর্তা দলগতভাবে পেয়েছেন জনপ্রশাসন পদক-২০২১। জেলার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের যৌনপল্লীর শিশুদের শিক্ষার পরিবেশ সুগম করতে দুইটি হোস্টেল নির্মাণ ও তাদেরকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনার উদ্যোগের জন্য এ পদক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এই পদক প্রদান করেন। খুলনা জেলা টিম জেলা পর্যায়ে দলগতভাবে এই পদক লাভ করে।
পদকপ্রাপ্তরা হলেন, খুলনার সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুফ আলী, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউর রহমান, দাকোপের সাবেক উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াদুদ, দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শারমিন জাহান লুনা। খুলনা জেলা প্রশাসনের মিডিয়া সেলের সূত্রে এ তথ্য জানা গেছে।