খুলনা, বাংলাদেশ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
  কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে নতুন বাংলাদেশ গড়তে আর্থিক ও বিনিয়োগের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

খুলনার যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে আজ

নিজস্ব প্রতিবেদক

ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর আওতাধীন কিছু এলাকায় আজ শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওজোপাডিকোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর পৈ-পাড়া, বকসীপাড়া, বসুপাড়া, সিদ্দিকীয়া মহল্লা, সোনার বাংলা গলি, সোলায়মান নগর, গোবরচাকা, কেডিএ এভিনিউ, বসুপাড়া, হাজী ইসমাইল সড়ক ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে বানরগাতি বাজার, শহীদ সোহরাওয়ার্দী কলেজ রোড, বকুল বাগান লেন, আরামবাগ, পশ্চিম বানিয়াখামার, কাদের খান রোড, সৎসংঘ বিহার রোড, বাঁশতলা, শশী ভূষণ রোড, মেটেপোল, দারুস সালাম মহল্লা, হাজী তমিজ উদ্দিন সড়ক, আলামিন মহল্লা, নবপল্লী ও আশপাশ এলাকা।

খুলনা গেজেট/এইচ এইচ/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!