নগরীর সোনাডাঙা আবাসিক এলাকার প্রথম ফেজে শিল্প ও বাণিজ্য মেলার জন্য মেট্রোপলিটন পুলিশ অনুমতি দিয়েছে। মেলার সময়সূচি ৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ অবধি। মেলায় অন্যতম শর্ত আরোপ করা হয়েছে লাকি কুপন ও জুয়া খেলা যাবে না। অনলাইন, অফলাইন ও ইনডোর জুয়া বন্ধ থাকবে।
কেএমপি কমিশনার মো: জুলফিকার হায়দার গত ৩ ফেব্রুয়ারি ৩০ দফা শর্ত দিয়ে মেলার অনুমোদন দিয়েছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত কার্যক্রম চালাতে হবে। কোন শিক্ষা প্রতিষ্ঠান এর সামনে ও রাস্তা সংলগ্ন এলাকায় স্টল বসানো যাবে না। জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় এর ওপর সরকারি নির্দেশনা মানতে হবে। রাষ্ট্র বা সরকার বিরোধী কোন পোস্টার, আলোকচিত্র ও ফিল্ম প্রদর্শন করা যাবে না। মেলায় কোন প্রকার নিষিদ্ধ বই বিক্রি করা যাবে না। কোন ধরনের শর্ত ভঙ্গ করলে পুলিশ কর্তৃপক্ষ অনুষ্ঠানের অনুমতি বাতিল করবে।
উল্লেখ্য, বগুড়ার মন্টু ইভেন ম্যানেজমেন্টকে এ মেলার অনুমতি দেওয়া হয়েছে।
খুলনা গেজেট/ টিএ