খুলনা, বাংলাদেশ | ২৩ আশ্বিন, ১৪৩১ | ৮ অক্টোবর, ২০২৪

Breaking News

  সুন্দরবনের বাঘশুমারির চূড়ান্ত ফল ঘোষণা আজ

খুলনার জাকির হত্যা মামলায় অভিযুক্ত তানিয়া আটক

নিজস্ব প্রতিবেদক

খুলনার চাঞ্চল্যকর জাকির হত্যা মামলার আসামি তানিয়া (৫০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত ১১টায় হরিণটানা এলাকা থেকে তাকে আটক করা হয়। তানিয়া হরিণটানা থানাধীন হোগলা ডাঙ্গার মোঃ কালামের স্ত্রী ও নিহত জাকিরের প্রাক্তন স্ত্রী।

র‌্যাব জানায়, গত বুধবার রাত সাড়ে ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে যে কোন সময় লবণচরার মোহাম্মাদনগর এলাকার জাকির হোসেনকে নৃশংসভাবে হত্যা করা হয়। এর আগে দুস্কৃতিকারীরা ভিকটিমের সাথে কথা বলার অজুহাত দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ভিকটিম যথা সময়ে নিজ বাড়িতে না আসায় ভিকটিমের পরিবার তাকে খোঁজাখুঁজি করতে থাকে। এরপর মোহাম্মাদনগরের হোসাইন মসজিদের পাশে দুস্কৃতিকারীরা ভিকটিম’কে হত্যা করে বালুর মাঠের মধ্যে ফেলে রেখে যায়।

বিষয়টি জানতে পেরে ভিকটিমের স্ত্রী ঘটনাস্থলে গিয়ে তার স্বামীকে শনাক্ত করে। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে কেএমপি, খুলনার লবণচরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১০ তারিখ ২৩/১২/২০২১ ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড। এ মামলায় গোয়েন্দা তৎপরতা ও ছায়া তদন্ত শুরু করে র‌্যাব।

এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় হরিণটানা থানা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারভুক্ত আসামি তানিয়াকে গ্রেপ্তার করে। হত্যা মামলায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে। আসামি’কে কেএমপি, খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা যায়,  গত আট বছর পূর্বে তানিয়ার সাথে নিহত জাকিরের বিয়ে হয়েছিলো। কিন্তু সে বিয়ে বেশীদিন স্থায়ী হয়নি। পরে তানিয়াকে তালাক দেয় জাকির। পরবর্তীতে তানিয়া লবনচরা থানায় জাকিরের নামে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর প্রায়ই ভিকটিম জাকিরকে তানিয়া হয়রানিসহ ভয়ভীতি প্রদর্শন করত।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!