খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর

রূপসা ও কাছারি ঘাট দখলের প্রতিবাদে কেসিসি’র কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের সমাবেশ

গেজেট ডেস্ক 

বিআইডব্লিউটিএ কর্তৃক খুলনা সিটি কর্পোরেশনের মালিকানাধীন নগরীর কাছারিঘাট ও রূপসা ঘাট জবর দখলের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জানুয়ারি) সকালে নগরীর নগর ভবনের নিচ তলায় কেসিসি’র কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা এই সমাবেশ করে।

কেসিসি’র রাজস্ব কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান-এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে কেসিসি’র কর্মকর্তাসহ কর্মচারি ইউনিয়ন ও এমপ্লয়ীজ ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

প্রতিবাদ সমাবেশে কেসিসি’র প্রশাসক মো. ফিরোজ সরকার বলেন, কেসিসি ও বিআইডব্লিউটিএ’র মধ্যে যে মনোমালিন্য সৃষ্টি হয়েছে তা শান্তিপূর্ণভাবে সমাধান করা হবে। কেসিসি-কে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তিনি সকলকে জনগণের কল্যাণে সকলকে কাজে যোগদান করার আহবান জানান।

উল্লেখ্য, উদ্ভুত সমস্যা সমাধানে আগামীকাল (১৩ জানুয়ারি) নগর ভবনে উভয় সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে এক সভা আহবান করা হয়েছে। সভায় সৃষ্ট সংকট শান্তিপূর্ণভাবে সমাধান হবে বলে আশা করা যাচ্ছে।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রশাসনিক কর্মকর্তা মোল্যা মারুফ রশীদ, চীফ এ্যাসেসর শেখ হাফিজুর রহমান, সিনিয়র লাইসেন্স অফিসার মো. আব্দুর রহিম, বাজার সুপার শেখ শফিকুল হাসান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, স্টোর সুপার উজ্জল কুমার সাহা, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান ও মো. দেলওয়ার হোসেন, এ্যাসেসর নাজমুল হক মুকুলসহ এমপ্লয়ীজ ইউনিয়নের নেতৃবৃন্দ প্রতিবাদ সামাবেশে বক্তৃতা করেন। কেসিসি’র সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!