খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
  কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে নতুন বাংলাদেশ গড়তে আর্থিক ও বিনিয়োগের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

খুলনার অতিরিক্ত পুলিশ সুপারের জাতিসংঘ শান্তি  রক্ষা মিশনে গমন  উপলক্ষে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমানের জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে গমন ও খুলনা জেলা হতে বিদায় উপলক্ষে  এক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

রবিবার (২১ আগষ্ট) খুলনা পুলিশ সুপার কার্যালয়ের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান (বিপিএম)।

সংবর্ধনা সভায় বিদায়ী অতিথি তার বক্তব্যে; সহকর্মীদের সাথে কর্মকালীন সময়ের স্মৃতিচারন করেন।  এছাড়া অনুষ্ঠানে মোঃ মোস্তাফিজুর রহমানের সহকর্মীরা তাকে একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার  বলেন, মোঃ মোস্তাফিজুর রহমান পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক); খুলনা সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাও কর্মচারীবৃন্দ।

খুলনা গেজেট/এইচআরডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!