খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯০
  কিশোরগঞ্জের ভৈরবে বাসা থেকে ২ সন্তানসহ বাবা-মায়ের মরদেহ উদ্ধার
  কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭

খুলনায় ৫ ডিসেম্বর থেকে ইজতেমা শুরু

নিজস্ব প্রতিবেদক

আগামী বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) থেকে খুলনায় শুরু হচ্ছে তিন দিনের ইজতেমা। তাবলীগ জামাতের আয়োজনে ময়ূরী আবাসিক এলাকায় এই ইজতেমা অনুষ্ঠিত হবে। চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত।

জেলা ইস্তেমা ময়দানের জিম্মাদার মো. আতিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আগামী ৫, ৬ ও ৭ ডিসেম্বর তিন দিনের জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমার ময়দান প্রস্তুতির কাজ চলছে। সব ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর ফজরের পর থেকেই ইজতেমা শুরু হবে। আর ৭ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

তিনি আরও বলেন, ইজতেমায় খুলনাসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলার মুসল্লিরা অংশগ্রহণ করবেন।

প্রসঙ্গত, টঙ্গীর তুরাগ পাড়ে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের ইজতেমা ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!