খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্ত
প্রেস ব্রিফিংয়ে মনা

খুলনায় সমাবেশে হামলার অভিযোগ মামলা করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক 

খুলনা মহানগর বিএনপি’র আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা বলেছেন, গত ১৯ মে সমাবেশ করার জন্য আমরা চারটি স্থানের নাম উল্লেখ করে পুলিশকে অবহিতকরণ চিঠি দিয়েছিলাম। ওইদিন খুলনা প্রেসক্লাবে সোনাডাঙ্গা থানা বিএনপি’র কর্মী সভা ছিল। পুলিশ প্রেসক্লাবে আমাদের কর্মসূচি পালন করতে বলেছিল। প্রেসক্লাবের সামনে সমাবেশ শুরু করলে পুলিশ বিনা উস্কানিতে আমাদের উপর হামলা, শর্টগানের গুলি ও কাদানে গ্যাস নিক্ষেপ করে। এসময় আমাদের ৩ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। এরমধ্যে গুলিবিদ্ধ আহত হয়েছেন ১৫৪ জন নেতাকর্মী। অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে। শান্তিপূর্ণ সমাবেশের উপর যে হামলা ও গুলিবর্ষণ করা হয়েছে, এ বিষয়ে আমরা আইনী পদক্ষেপ গ্রহণ করব। আইনজীবীদের সাথে কথা বলেছি, দ্রুতই এ বিষয়ে আদালতে আমরা মামলা দায়ের করব।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে মহানগরীর কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

মনা আরও বলেন, দিঘলিয়ার যুবদল নেতা সোহেল রানা গত ১৮ মে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। ১৯ মে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় ১৯ তারিখের মামলায় তাকে আসামি করা হয়েছে। এর আগে ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আফসার মাস্টার কারাগারে থাকা অবস্থায় তিনি মামলার আসামি হয়েছিলেন। এইযে পাতানো সাজানো মামলা, এই মামলাগুলি দায়ের করে সরকার আন্দোলনকে নস্যাৎ করতে চায়।

তিনি বলেন, ১০ দফা দাবিতে আমাদের কর্মসূচি বানচাল করতে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। পুলিশ প্রতিদিন নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালাচ্ছে। হামলা-মামলা ভয়-ভীতি দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, বিএনপি নেতা স ম আব্দুর রহমান, শের আলম শান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, সাইফুর রহমান মিন্টু, চৌধুরি শফিকুল ইসলাম হোসেন, মোল্লা খায়রুল ইসলাম, কাজী মাহমুদ আলী, আশরাফুল আলম খান নান্নু, এনামুল হক সজল, মুরশিদ কামাল, বিপ্লবুর রহমান কুদ্দুস, কাজী মিজানুর রহমান, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, নাজির উদ্দিন নান্নু, শেখ ইমাম হোসেন, আহসান উল্লাহ বুলবুল, আবু সাইদ হাওলাদার আব্বাস, গাজী আফসার উদ্দিন, নাসির খান, আব্দুর রহমান ডিনো, মো. জাহিদুল হোসেন জাহিদ, মিজানুর রহমান মিলটন, মুজিবুর রহমান, শামসুল বারী পান্না, খান ইসমাইল হোসেন, সেতারা সুলতানা, সিরাজুল ইসলাম লিটন, শহীদ খান, মোস্তফা কামাল, কে এম মাহাবুবুল আলম, শেখ মোঃ আসলাম, আব্দুল আলিম, ওহিদজ্জামান হাওলাদার, জাকির ইকবাল বাপ্পি, মুনতাসির আল মামুন, কাওসারি জাহান মঞ্জু, সাজ্জাদ হোসেন জিতু প্রমুখ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!