দি হাঙ্গার প্রজেক্ট খুলনা শাখার উদ্যোগে ইয়ূথ ফর ডেমোক্রেটিক চ্যাম্পিয়নশীপ ১২৬২তম ইয়ূথ লিডারশীপ ট্রেনিং প্রোগ্রাম রবিবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়। এতে গণতন্ত্র, বৈষম্য, সমতা, সম্প্রীতি, স্বাধীনতা, মৌলিক অধিকার, সততা, নৈতিকতাসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ খুলনার সদস্য মো: সাব্বির হোসেন সম্পদ, তাজুল ইসলাম তাজ, সুমাইয়া আক্তার বিনথিয়া,নুরনাহার, মো: আশরাফুল ইসলাম, সাবরিনা আক্তার শান্তা, নুরজাহান আক্তার, মো: ইমরান হোসেন ও হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার। সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজন বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু ও সুজন খালিশপুর থানা কমিটির সম্পাদক খলিলুর রহমান সুমন। অংশ গ্রহণকারীরা হলন কেসিসি উইমেন্স কলেজ, সরকারি ব্রজলাল কলেজ খুলনা, সরকারি পাইওনিয়র মহিলা কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ, দিঘলিয়া সরকারি এম এ মজিদ কলেজ, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা আলিয়া মাদ্রাসা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের শিক্ষার্থী। মোট ৩০ জন শিক্ষার্থী তিন দিন ব্যাপী এ প্রশিক্ষণে অংশ নেন।
গত ২২ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত খুলনার এনজিও ফোরামের অডিটরিয়ামে এ প্রশিক্ষণ শুরু হয়। দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্বের বিকাশে ইয়ুথ এন্ডিং হাঙ্গার খুলনা জেলার আয়োজনে শেষ হয় “ইয়ুথ লিডারশীপ ট্রেনিং প্রোগ্রাম ২০২৪”। ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ ছাত্রছাত্রীদের নেতৃত্বে পরিচালিত একটি সংগঠন। মূলত স্বেচ্ছাসেবী সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট এর অনুপ্রেরণায় সৃষ্ট এটি একটি সহযোগী ছাত্র সংগঠন। এই সংগঠন এর প্রতিটি ছাত্র নিজের ভাগ্য নিজে গড়তে এবং অন্যকে সহায়তা করায় প্রতিশ্রুতিবদ্ধ। – খবর বিজ্ঞপ্তির।
খুলনা গেজেট/কেডি