খুলনা, বাংলাদেশ | ২৫ আশ্বিন, ১৪৩১ | ১০ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৩
  কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু
  আরও এক মামলায় খালাস পেলেন ফখরুল-রিজভী-আমির খসরু
  ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে রেণু হত্যা : একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

খুলনায় ১০ লাখ জাল টাকাসহ চক্রের ২ সদস্য আটক

নিজস্ব প্রতি‌বেদক

খুলনায় ১০ লক্ষ টাকার জাল নোট, জাল টাকা তৈরী চক্রের মূলহোতা সহ দুই জনেক গ্রেপ্তার করেছে র‌্যাব। খুলনার সোনাডাঙ্গা থানাধীন পুষ্প রেস্ট হাউজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটক আসামিরা হচ্ছেন, বাগেরহাট কচুয়া এলাকার মোশারফ হোসেনের ছেলে মোঃ সালাউদ্দিন শেখ(২৪) ও একই এলাকার মৃত নেছারউদ্দিন শেখের ছেলে মোঃ একরাম শেখ(৫২)।

র‌্যাব জানায়, তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন যাবৎ অবৈধ লাভের আশায় নকল টাকা (জাল টাকা) তৈরী করে সেগুলো দেশের বিভিন্ন অঞ্চলে ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করে বিপুল অংকের টাকা হাতিয়ে নিচ্ছে৷ তথ্যের প্রেক্ষিতে ঘটনার সত্যতা যাচাই ও আসামিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে এবং সংঘবদ্ধ চক্রটিকে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যহত রাখে।

এরই ধারাবাহিকতায় গত বুধবার (২ মার্চ) সোনাডাঙ্গার পুষ্প রেস্ট হাউজ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় জাল টাকা তৈরী চক্রের মূলহোতা মোঃ সালাউদ্দিন শেখ ও মোঃ একরাম শেখকে গ্রেপ্তার করে৷

এসময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদের কাছ থেকে ১০ লক্ষ জাল টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়৷ জব্দকৃত আলামত ও আসামিদের কেএমপি খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করতঃ তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে৷

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!