খুলনায় মাত্র আড়াই ঘন্টার ব্যবধানে করোনা আক্রান্ত তিনজন রোগির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর ১ টা ৫৫ মিনিট থেকে সোয়া ৪ টার মধ্যে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন, ভোলা স্বোম(৬৫), শেখ আঃ সাত্তার (৮০) ও হোসনেয়ারা বেগম (৫৫)। এ নিয়ে খুলনা করোনা হাসপাতালে ২২৯ জনের মৃত্যু হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল সোয়া ৪ টার দিকে করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার নওয়াপাড়া টাউন এলাকার দূর্গা স্বোমের ছেলে ভোলা স্বোম (৬০) মারা যান। তিনি ২৭ এপ্রিল করোনা আক্রন্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। সেখান চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।
একই ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পৌনে ৪ টার দিকে বাগেরহাট সদরের দড়ি তালুক এলাকার শেখ জোহর উদ্দীনের ছেলে শেখ আঃ সাত্তারের (৮০) মৃত্যু হয়। তিনি ২২ এপ্রিল খুলনা করেনা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান।
এর আগে দুপুর ১ টা ৫৫ মিনিটে খুলনা মেডিকেল হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধান অবস্থায় খুলনা মহানগরীর খালিশপুর নয়াবাটি এলাকার আঃ আজিজের স্ত্রী হোসনেয়ারা বেগম (৫৫) মারা যান। তিনি ২৭ এপ্রিল মেডিকেলে করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করেন।
এদিকে খুমেকের পিসিআর ল্যাবে নতুন করে ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে পিসিআর ল্যাবে ২৮২ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৪ জনের করোনা পজিটিভ এসেছে।
যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৪২ জন রয়েছেন। এছাড়া যশোরের আটজন, বাগেরেহাটের ছয়জন, নড়াইলের দুইজন, চুয়াডাঙ্গার একজন, চাঁদপুরের একজন, গোপালগঞ্জের একজন, পিরোজপুরের একজন, ঝিনাইদহের একজন ও রংপুরের একজন রয়েছেন।
খুলনা গেজেট/ এস আই