খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের শিক্ষার্থী সুমির দাফন আজ বিকাল ৫টায় কালিবাড়ী মহেশ্বরপাশা গোরস্থানে সম্পন্ন হয়েছে। এর আগে দুপুর ২টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে তার স্বজনরা মরদেহ নিয়ে আসেন, পরে বিকাল ৪টায় চৌধুরী পাড়া আল আকসা জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
এদিকে আফসানা আফরিন সুমির মৃত্যুতে খুলনা বিশ্ববিদালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন প্রধান মোহাম্মদ নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ শোক প্রকাশ করেন।
খুলনা গেজেট/এমএইচবি