খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  ১৬ ডিসেম্বর ঘিরে কোনো ধরণের হামলার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
  মহাখালীতে সড়ক-রেললাইন অবরোধ শিক্ষার্থীদের, সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

খুবির নবনিযুক্ত উপ-উপাচার্যকে নারী কর্মকর্তা-কর্মচারিদের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মরত নারী কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা’র সাথে সাক্ষাৎ করে তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন এবং তাঁর কর্মকালের সাফল্য কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী উপ-উপাচার্য হিসেবে নিযুক্ত হওয়ায় তাদের আনন্দ ও আবেগের অনুভূতি ব্যক্ত করে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে অব্যাহত অবদান রেখে চলেছেন। তারই ফলশ্রুতিতে এ বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান আমাদেরকে প্রেরণা যুগিয়েছে। নবনিযুক্ত উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ের নারী কর্মকর্তা ও কর্মচারিদের প্রতি ধন্যবাদ জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধির সোপানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

এ সময় প্রধান চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ কানিজ ফাহমিদা, সংস্থাপন-৩ শাখা প্রধান উপ-রেজিস্ট্রার বেগম সামছুন্নাহার শিমুল, উপ-রেজিস্ট্রার আফরীন জাহান, নাহিদ পারভীন, সহকারী রেজিস্ট্রার অলোকা রানী দাস, মোছাঃ গুলশান আরা, নার্গিস সুলতানা, সাইদা আক্তারসহ সকল নারী কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন। খবর : প্রেস বিজ্ঞপ্তি।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!