খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এবং উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর সাধন রঞ্জন ঘোষ কেবল একজন ভালো রবীন্দ্র সঙ্গীত শিল্পীই নন, তিনি রবীন্দ্র সঙ্গীতজ্ঞ এবং রবীন্দ্র সাহিত্যেও রয়েছে তাঁর পান্ডিত্য। সাহিত্য-সঙ্গীতের তিনি একনিষ্ঠ সাধক ও গবেষক। এই প্রাপ্তি তাঁর প্রতিভার যথার্থ মূল্যায়ন। তিনি তাঁর জীবনের উত্তরোত্তর সাফল্য, মঙ্গল ও কল্যাণ কামনা করেন।
উপ-উপাচার্য বলেন, শিক্ষা ও সঙ্গীতে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রফেসর সাধান রঞ্জন ঘোষ বাংলা একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এটা তাঁর প্রতিভা ও একাগ্র সাধনার স্বীকৃতিস্বরূপ।
বাংলা একাডেমির নির্ভরযোগ্য সূত্র জানায়, আগামী ২৬ ডিসেম্বর বাংলা একাডেমির বার্ষিক সাধারণ সভায় এ পুরস্কার প্রদান করা হবে। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/এনএম