খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

খুবিতে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

অর্ক মন্ডল

খুলনা বিশ্ববিদ্যালয় ইফতারের সবথেকে জনপ্রিয় স্থান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ। বিকাল পড়লে সেখানে দেখা যায় শত শত শিক্ষার্থীর আনাগোনা। মাঝে মাঝে দেখা যায় বহিরাগতদেরও । বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন, সহপাঠী ও প্রিয়জনকে নিয়ে জমে ওঠে প্রতিদিনের ইফতারের আয়োজন। উৎসবমুখর পরিবেশে বিরাজ করে ক্যাম্পাস জুড়ে । কিন্তু ইফতারের পরে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে আবর্জনা ও উচ্ছিষ্ট অংশ পড়ে থাকতে দেখা যায় মাঠের বিভিন্ন প্রান্তে । যদিও ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় প্রয়োজনীয় সংখ্যক ডাস্টবিন রাখা হয়েছে তারপরও ইফতার মাহফিল ছাড়াও বছরের বিভিন্ন সময়ে বহিরাগত ও শিক্ষার্থীদের দ্বারা ক্যাম্পাস অপরিচ্ছন্ন হতে দেখা যায়।

এজন্য ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে এবং শিক্ষার্থী ও বহিরাগতদের মাঝে সচেতনতা ছড়াতে বিশ্ববিদ্যালয়ের রোটার‍্যাক্ট ক্লাবের ইন্টারন্যাশনাল সার্ভিস কমিটির উদ্যোগে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তর (ডিএসএ) এর সার্বিক সহযোগিতায় সাত দিনব্যাপী (২৫-৩০ মার্চ ) “খুলনা ইউনিভার্সিটি ক্যাম্পাস ক্লিনিং ক্যাম্পেইন” এর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন রোটার‍্যাক্ট ক্লাবের ফেসবুক পেইজে প্রকাশ হওয়া একটি ভিডিও বার্তার মাধ্যমে জানান, “আমি সকলকে আহবান জানাবো রোটার‍্যাক্ট ক্লাব অফ খুলনা ইউনিভার্সিটির এই উদ্যোগে সাড়া দেওয়ার জন্য এবং একই সাথে ক্যাম্পাসকে আবর্জনা মুক্ত রাখতে সহায়তা করার জন্য।আমাদের সকলকে সঠিক স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তোলা উচিত। সকলে যদি এগিয়ে আসে তাহলে একদিন আবর্জনা মুক্ত বাংলাদেশ গড়ে উঠবে।”

রোটার‍্যাক্ট ক্লাব অব খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এ.এস.এম আল ইমরান বলেন,”১০৬ একরের খুলনা বিশ্ববিদ্যালয়কে আরোও পরিচ্ছন্ন করে তুলতে আমরা এই কর্মসূচি পরিচালনা করছি। আমি আশা করি সকলের সহযোগিতায় আর্বজনামুক্ত একটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন গড়ে তোলা সম্ভব হবে।”

এই ক্যাম্পেইনে অংশ নেওয়া ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের শিক্ষার্থী মোঃ কায়সার হামিদ বলেন,” ক্যাম্পাস ক্লিনিং ক্যাম্পেইনের অংশ হিসেবে গত ২৬শে মার্চ আমরা কেন্দ্রীয় খেলার মাঠে ও ক্যাফেটেরিয়ার সামনে ময়লা আবর্জনা পরিষ্কার করেছি।আমরা এই অভিযান মোট ৫টি দলে ভাগ হয়ে করেছি।আমরা এখানেই সীমাবদ্ধ থাকবো না।এই কর্মসূচি অংশ হিসেবে আমরা হলরোড(ইসলাম নগর রোড) সহ পুরো ক্যাম্পাসকে পরিচ্ছন্ন করবো।”

খুলনা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী মোঃ ইব্রাহীম খলিল বলেন,” বিশ্ববিদ্যালয়কে পরিস্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। সম্প্রতি রোটারেক্ট ক্লাব অফ খুলনা ইউনিভার্সিটি কতৃক ক্যাম্পাস ক্লিনিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে যা শিক্ষার্থীদের নিকট প্রশংসিত হচ্ছে।আমরা আমাদের ক্যাম্পাস পরিস্কার করার এই ধারা অব্যাহত রাখবো বলে আশা করি।”

উল্লেখ্য,৩০ শে মার্চ আন্তর্জাতিক জিরো ওয়েস্ট ডে এর আওতায় রোটার‍্যাক্ট ক্লাব অফ খুলনা ইউনিভার্সিটি এই উদ্যোগ নিয়েছে।এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বর্জ্য উৎপাদন হ্রাস, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশের টেকসই উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোসহ বিভিন্ন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!