খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি
  আজ সকাল থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু

খুবিতে দিনব্যাপী শরতের পিঠা উৎসব

‌নিজস্ব প্রতি‌বেদক

খুলনা বিশ্ববিদ্যালয়ের ’২০ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসের হাদী চত্ত্বরে “শরৎ সান্বয়- ১৪২৯” শীর্ষক দিনব্যাপী শরৎকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে ফিতে কেটে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এরপর তিনি একটি কেক কাটেন।

এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমনসহ ’২০ ব্যাচের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উৎসবে ভাজাপুলি, তালের বড়া, তালের পায়েস, বিস্কুট পিঠা, তালের রোলসহ প্রায় বিশ ধরনের শরতের পিঠার আয়োজন করা হয়। এর আগে সকাল ১০টায় এ সম্পর্কিত একটি শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!