উর্দুভাষীদের সংগঠন এসপিজিআরসির প্রতিষ্ঠাতা সভাপতি,খালিশপুর আল ফালাহ একাডেমি স্কুল,বাইতুন নূর জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক ক্বারী মুহাম্মদ ইউনুস খান আজ সোমবার সকাল আটটায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি তিন পুত্র, তিন কন্যা সন্তান জামাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী এবং হাজার হাজার শিক্ষার্থী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তাকে এক নজর দেখার জন্য তার প্রতিষ্ঠিত স্কুল একাডেমিতে তার সতীর্থ শুভাকাংখী,সহযোদ্ধা প্রাক্তন-বর্তমান শিক্ষক ও শিক্ষার্থী,এলাকাবাসি ভিড় করে।
বাদ আসর স্কুলের সামনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাস্টার শফিকুল আলম, ১০ নং ওয়াডের্র সাবেক কাউন্সিলর ফারুক হিলটন,এসপিজিআরসির নেতা হুমায়ুন কবির,বায়তুন নূর জামে মসজিদের সাধারণ সম্পাদক সৈয়দ হাসান উল্লাহ বুলবুল, বায়তুন নূর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ আব্দুল হাই, মরহুমের জামাতা আব্দুল খালেক,অধ্যাপক ফারুক আহমেদ,তার বড়পুত্র আব্দুর রউফ,আওয়ামী লীগ নেতা ইমরুল ইসলাম,ডা. সায়েম মিয়া, যুবদল নেতা মেহেদী মাসুদ সেন্টু, স্বেচ্ছাসেবক লীগ নেতা শরিফুল ইসলাম প্রিন্স,খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা হামিদুল ইসলাম খান,সাংবাদিক নেতা নূর হাসান জনি,স্কুলের প্রধান শিক্ষক শেখ রমজান আলীসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। নামাজে জানাযায় ইমামতি করেন তার মেজপুত্র হাফেজ মোঃ আরিফ খান । নামাজে জানাজা শেষে গোয়ালখালী কবরস্থানে তাকে দাফন করা হয়।
খুলনা গেজেট/ টি আই