খুলনা মহানগরীর খালিশপুরে নাহিদুল আলম (৩৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে জখম করেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খালিশপুর থানার অফিসার ইনচার্জ এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২২ জুলাই ) রাত আনুমানিক সাড়ে ৮টায় খালিশপুর আলমনগর মক্কী মাদানী মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে । গুরুতর ছুরিকাহত নাহিদ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নগরীর খালিশপুর আলমনগর এলাকায় মুন্সি সামসুল আলমের ছেলে নাহিদুল আলম থাই এ্যালমুনিয়াম ও এসএস এর ব্যবসা করে আসছেন । বৃহস্পতিবার রাতে তার দোকান বন্ধ পেয়ে অজ্ঞাত লোক মারফাত মালামাল ক্রয়ের জন্য নাহিদুল আলমকে ফোন করে আলম নগর মক্কী মাদানী এলাকার শাহিনা ফ্লাওয়ার মিলের সামনে ডাকে । নাহিদ শাহিনা ফ্লাওয়ার মিলের সামনে আসামাত্র পুর্ব থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্রদিয়ে নাহিদুল আলমের পেটে আঘাত করে।
তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহতের ভাই বাদী হয়ে খালিশপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
খুলনা গেজেট/ টি আই