স্বমন্বিত ব্যাবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকিকরন শীর্ষক প্রকল্পের আওতায় উপকূলীয় খুলনার কয়রা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের কম্ভাইন হারভেস্ট মেশিন ৭০% ভর্তুকি মূল্যে ৮ লক্ষ ৮০ হাজার টাকায় কৃষককের মাঝে বিতরণ করা হয়েছে।
১৮ এপ্রিল রবিবার বেলা ১টায় উপজেলা পরিষদ চত্বরে মহারাজপুর ইউনিয়নের কৃষক আসাদুল ইসলামের হাতে কম্ভাইন হারভেস্ট মেশিনের চাবি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা, অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার এস এম নজরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুক হোসেন, গুরুদাস কুমার মন্ডল ও জি এম আয়ুব আলী।
খুলনা গেজেট/ এস আই