রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। রক্তের দামে এসেছিল বাংলা ভাষার স্বীকৃতি আর তার সিঁড়ি বেয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা।
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি ঔপনিবেশিক শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছেন, ফুলেল শ্রদ্ধায় তাদের স্মরণ করছে খুলনার কয়রা উপজেলাবাসি।
যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার, সেই সব শহীদের স্মরণে শুক্রবার একুশের প্রথম প্রহরে জেগে উঠেছে কয়রা উপজেলার শহীদ মিনার। ‘একুশ মানে মাথা নত না করা’ এই প্রত্যয়ের প্রতিধ্বনিতে রফিক, জব্বার, সালাম, বরকত, সফিউরদের স্মরণ করে উপজেলা প্রশাসনের আয়োজনে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।
পরে কয়রা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, উপজেলা প্রেস ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠানসমুহ, ব্যবসায়ী সংগঠন ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর উপজেলার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের ২১ এর গান, নিত্য, চিত্র অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
খুলনা গেজেট/কেএম/ টি আই