খুলনা, বাংলাদেশ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  মেহেরপুরের গাংনীতে শ্যালো ইঞ্জিনচালিত গাড়ি উল্টে চালক নিহত
  ৮৬ কোটি টাকার দুর্নীতি মামলা : হলমার্কের জেসমিনকে জামিন দেননি আপিল বিভাগ
  আইনজীবী আলিফ হত্যা : ভিডিও দেখে শনাক্ত ১৩ জন, গ্রেপ্তার ৭

কয়রায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

কয়রা প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন যশোর অঞ্চল এর সমন্বয়ে মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ও কয়রা মানব কল্যাণ ইউনিটের সভাপতি আল-আমিন ফরহাদ এর পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ডিজিটাল ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় উপজেলার আবহাওয়া অফিসের সামনে থেকে হারুন গাজীর মোড় পর্যন্ত ৫ কিলোমিটার প্রতিযোগিতার দৈর্ঘ্য নির্ধারণ করা হয়। বঙ্গবন্ধু ম্যারাথনের লোগো সম্বলিত জার্সি পরে রেজিস্ট্রেশনকৃত বিভিন্ন শ্রেণী পেশার ৫০ জন প্রতিযোগি ম্যারাথনে অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতা শুরু হওয়ার আগে পায়রা উড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম। প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেকে মেডেল দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল হোসেন, সহকারী প্রোগ্রামার লিডম পাল বালা, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, সাংবাদিক মাষ্টার সদর উদ্দীন আহমেদ, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খয়রুল আলম, আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!