কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ ইব্রাহীম হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিনের নির্দেশে থানার উপ-পরিদর্শক ফজলে রাব্বী মোল্যা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে মনোহরনগর গ্রামের মৃত লষ্কার মোল্যার ছেলে ইব্রাহীম হোসেনকে (২২) গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা ৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। ওই সময় তার সহযোগী মনোহরনগর গ্রামের মহানন্দের ছেলে গোপি (২৫) পালিয়ে যেতে সক্ষম হয়। তার বিরুদ্ধেও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন বলেন, ইব্রাহীমকে ৪০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার সঙ্গে থাকা অপর আসামী পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার যশোর আদালতে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এনএম