কেশবপুরে বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের হলরুমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা এবং জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা ও জয়িতাদের সম্মাননা স্মারক প্রদান করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক ও কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান।
অনুষ্ঠানে সফল জননী নারী হিসেবে আছিয়া বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রেবা মন্ডল, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় নার্গিস আক্তার ও অর্থনৈতিক উন্নয়নে কাকলী খাতুনকে জয়িতা সম্মাননা দেওয়া হয়।
খুলনা গেজেট/কেএম