কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধ প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ জন আহত। এলাকাবাসী আহতদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমেেক্স ভর্তি করে।
পারিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার বাউশলা গ্রামে বাবুল গাজীর সাথে একই গ্রামের হোসেন আলী শেখের সঙ্গে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। তার জের ধরে বুধবার সকালে হোসেন আলী শেখের ছেলে রেজাউলের নেতৃত্বে তার ভাই রবিউল ইসলাম, বাবা হোসেন আলী, ছেলে ইমন ও একই গ্রামের কওছার আলীর ছেলে নজরুল ইসলাম হাতে বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে বাবুল গাজীর পরিবারের উপর হামলা চালিয়ে গুরুত্ব জখম করে। আহতরা হলেন বাবুল গাজী (৪০), তার ছেলে আকাশ গাজী (১৮), হাসান মোড়লের স্ত্রী দেবোলা রানী (৩৮), তার ছেলে সঞ্জয় মোড়ল (২০)। এলাকাবাসী আহতদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় কেশবপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে বাবুল গাজী জানান।
খুলনা গেজেট/কেএম