কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও থানার নিয়মিত মামলায় অভিযুক্ত ১২ জনকে গ্রেফতার করেছে।
থানা পুলিশ জানায়, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীনের নির্দেশে শুক্রবার রাতে উপ-পরিদর্শক আজিজুর রহমান, ফজলে রাব্বি মোল্যা শেখ আশরাফুল আলম, সহকারী উপ-পরিদর্শক তরিকুল ইসলাম, ফিরোজ হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলায় মজিদপুর গ্রামের মৃত ফটিক মোড়লের ছেলে আবু তালেব মোড়ল (৭৫) আবু তালেবের ছেলে দাউদ মোড়ল (৩৫) ও আদালতের ওয়ারেন্টভূক্ত মধ্যকুল গ্রামের মৃত নজরুল ইসলাম খাঁ’র ছেলে বাপ্পি খাঁ (২৫), ভালুকঘর গ্রামের আকছেদ গাজীর ছেলে শফিকুল ইসলাম (৪০), একই গ্রামের আবুল গাজীর ছেলে আসাদুল গাজী (৩২), কেশবপুর পৌর শহরের মৃত ফায়েজ আলীর ছেলে শাহেব আলী (৫৫), তেঘরী গ্রামের তফেজ উদ্দীন মোড়লের ছেলে আনছার আলী (৫০) একই গ্রামের আনছার মোড়লের ছেলে সোহাগ (২৫) মৃত তফেজ মোড়লের ছেলে আমজেদ মোড়ল (৪৮), মির্জাপুর গ্রামের মৃত সিয়াম উদ্দীনের ছেলে শাহাজউদ্দীন (৪৮), মাদারডাঙ্গা গ্রামের আলাউদ্দীনের ছেলে মুরাদ হোসেন (২০) একই গ্রামের করিম দফাদারের ছেলে শাহাজান (৫০) নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১০ জন ও থানার নিয়মিত মামলায় ২ জন আসামীকে গ্রেফতার করে শনিবার যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম