খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

কেশবপুরের স্থগিত কেন্দ্রে নির্বাচন কাল

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের কেশবপুর উপজেলার সদর ইউনিয়নের স্থগিত কেন্দ্রের ভোট কাল সোমবার(৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এ ইউনিয়নের নতুন মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট কাটাকাটির অভিযোগে স্থগিত হয়ে যায়। এ নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে রয়েছে সংশয়। সুষ্ঠু ভোটের দাবি করেছেন এলাকাবাসী। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশের পাশাপাশি থাকবে র‌্যাব। কেন্দ্রে থাকবেন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দিন সদর ইউনিয়নের নতুন মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিধি বর্হিভূত কার্যক্রমের কারণে প্রিজাইডিং অফিসার ওই কেন্দ্রের ভোট স্থগিত করেন। নির্বাচন কমিশন থেকে ৭ ফেব্রুয়ারি ওই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেন। এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ১১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ১১৩ জন ও নারী ভোটার ১ হাজার ৬ জন।

কেশবপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ওই কেন্দ্রে মেম্বর পদে ৪ জন এবং সংরক্ষিত মহিলা মেম্বর পদে ৪ জন প্রার্থী রয়েছেন। অন্য ৮টি ওয়ার্ডে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী গৌতম রায় ৫ হাজার ৩৮৭ ভোট পেয়েছেন।

এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মোটর সাইকেল প্রতীকের আলাউদ্দীন আলা ৪ হাজার ৯২৯ ভোট পেয়েছেন। নৌকার প্রার্থী এগিয়ে রয়েছেন ৪৫৮ ভোটে। মূলত এ কেন্দ্রের ভোটের ফলাফলেই নির্ধারণ হবে এ দু’জনের মধ্যে কে হচ্ছেন চেয়ারম্যান।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!