যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম (৫৭) জনতার হাতে আটক হয়েছেন। এরপর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছ। মঙ্গলবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে পৌর এলাকার ভোগতী নরেন্দ্রপুর মোড়লপাড়া থেকে তাকে আটক করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট থেকে রফিকুল ইসলাম আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ খবর পেয়ে স্থানীয় কিছু যুবক তার বাড়ি ঘেরাও করে। এ সময় তিনি পালিয়ে পাশের আরিফুর রহমান মিলনের বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আটকের সময় উত্তেজিত জনতা সাবেক মেয়রের ওপর চড়, থাপ্পড়, কিল-ঘুষি দেয়। কেশবপুর থানার পুলিশ তাকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নেয়। এ সময় মিলনের বাড়ি থেকে ৫টি কম্পিউটার পিসি ও ৫টি ডেস্কটপ জব্দ করা হয়।
রফিকুল ইসলাম ২০১৫ সালের বিতর্কিত পৌরসভার নির্বাচনে মেয়র নির্বাচিত হন এবং পরে পৌর আওয়ামী লীগের সভাপতি হন।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, সাবেক মেয়র রফিকুল ইসলামের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এএজে