খুলনা, বাংলাদেশ | ২৭ মাঘ, ১৪৩১ | ১০ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনাকাঙ্ক্ষিত : পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
  দেশে বিশৃঙ্খলার জন্য শেখ হাসিনাই দায়ী, তার পাতা ফাঁদে পা না দিতে দেশবাসীর প্রতি আহবান মির্জা ফখরুলের
  আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সন্ধ্যায় খোলা হচ্ছে কেন্দ্রীয় কমান্ড সেন্টার: প্রেস সচিব

কেডিএ’র নতুন চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন

নিজস্ব প্রতিবেদক

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)’র ৩১ তম চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের দক্ষ ও মেধাবী অফিসার ব্রিগেডিয়ার জেনারেল মোহান্মদ জাহাঙ্গীর হোসেন পিএসসি। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে আনুষ্ঠানিকভাবে তিনি এ পদে যোগদান করেন।

চেয়ারম্যান হিসেবে যোগদানের পর এক প্রতিক্রিয়ায় তিনি খুলনাকে একটি নান্দনিক ও আধুনিক নাগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকল দপ্তর, সংস্থা এবং প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এজন্য তিনি খুলনাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

নবাগত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহান্মদ জাহাঙ্গীর হোসেনের বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামাড়া উপজেলায়। এর আগে ৩০ তম চেয়ারম্যান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম এএফ ডব্লিউসি, পিএসসি ৩ বছর ১ মাস দায়িত্ব পালন করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!