খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আজই লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন খালেদা জিয়া

কুয়েটে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু

গেজেট ডেস্ক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ৩ (তিন) দিনব্যাপী ৮ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল এন্ড এনার্জি ইঞ্জিনিয়ারিং ( ICMIEE) ২০২৫ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের আয়োজনে ২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে তিন দিনব্যাপী কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন প্রফেসর আহসান চৌধুরী (পিএইচডি, প্রতিষ্ঠাতা-UTEP-Aerospace Center, University of Texas at El Paso, TX, USA) ।

চীফ পেট্রন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। সভাপতিত্ব করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ICMIEE ২০২৫-এর অর্গানাইজিং সেক্রেটারি প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ইনাম, টেকনিক্যাল কমিটির সভাপতি প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান ও সেক্রেটারি প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ।

কনফারেন্সে মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল, এনার্জি, লেদার, টেক্সটাইল, কেমিক্যাল ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন বিষয়ের উপরে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং বাংলাদেশের খ্যাতনামা অধ্যাপক, স্বনামধন্য গবেষক ও প্রকৌশলীগণ কর্তৃক মোট ৬ টি কী-নোট লেকচার ও ২১ টি প্যারালাল সেশনে ১৪৩ টি টেকনিক্যাল পেপার উপস্থাপিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আহসান চৌধুরী, পিএইচ.ডি, বলেন “বাংলাদেশ একটি সম্ভবনাময় দেশ। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের জনশক্তিকে আধুনিক প্রকৌশল বিদ্যায় প্রশিক্ষিত করতে পারলে দেশ ও জাতি খুবই দ্রুত উন্নয়নের পথে ধাবিত হবে। আমার বিশ্বাস এই কনফারেন্স প্রকৌশল বিদ্যার উন্নয়নে অন্যতম ভূমিকা পালন করবে।” চীফ পেট্রনের বক্তব্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন ICMIEE 2025 ২০২৫ আধুনিক উদ্ভাবনী প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যার উন্নয়নের অন্যতম ক্ষেত্র। প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যার উন্নয়নে ওঈগওঊঊ ২০২৫ বিশ্বের অন্যতম একটি কনফারেন্স যা প্রকৌশল ও প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

২০১০ সাল থেকে প্রতি দুই বছর পরপর কনফারেন্সটি অনুষ্ঠিত হচ্ছে। ICMIEE 2025 ২০২৫ এর স্পন্সর অ্যাডভান্স টেকনোলজি লিমিটেড এবং সহযোগিতায় রয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, হ্যামকো গ্রুপ, প্রাণ-আরএফএল গ্রপ, ল্যাব কম টেকনোলজি, আরবান ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, বিআরবি ক্যাবল, জিআইজেড, সামুদা কেমিক্যাল কমপ্লেক্স, জনতা ব্যাংক পিএলসি, একিউ চৌধুরী গ্রুপ, পাবলিকেশন পার্টনার সাইএন পাবলিশিং গ্রুপ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!