খুলনা, বাংলাদেশ | ২৯ আশ্বিন, ১৪৩১ | ১৪ অক্টোবর, ২০২৪

Breaking News

  বাড্ডা থানার আলামিন হত্যা : আনিসুল হকের ২ দিনের রিমান্ড মঞ্জুর
  ইসরায়েলি সেনা ক্যাম্পে হিজবুল্লাহর ড্রোন হামলা, নিহত ৪

কাশ্মীরে কারা মহাপরিচালক‌কে গলা কেটে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।

জম্মুর উপকণ্ঠে উদাইওয়ালায় নিজ বাড়ি থেকে সোমবার তার মরদেহ উদ্ধার করা হয় বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

৫৭ বছর বয়সী হেমন্ত লহিয়া কারারক্ষীর দায়িত্বে ছিলেন। তিনি ১৯৯২ সালে আইপিএস অফিসার পদে যোগ দেন। গত আগস্টে দায়িত্ব পান জম্মু-কাশ্মীরের কারা মহাপরিচালক হিসেবে।

কারা পুলিশের অতিরিক্ত পরিচালক মুকেশ সিং জানিয়েছেন, পুলিশ কর্মকর্তার মৃত্যুর পর থেকে তার গৃহকর্মী পলাতক। তাকে খুঁজতে অভিযান শুরু হয়েছে।

পুলিশের অপরাধ ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।

জম্মু-কাশ্মীরে সম্প্রতি ‘টার্গেট কিলিং’ বেড়েছে।এতে আতঙ্ক দেখা দিয়েছে উপত্যকায়। প্রাণ বাঁচাতে উপত্যকা ছেড়ে চলে যাচ্ছেন অনেকেই।

২০১৯ সালের ৫ আগস্ট মোদি সরকার ভারতশাসিত কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসিত মর্যাদা কেড়ে নেয়। এরপর থেকেই কাশ্মীরে অশান্তি বেড়েছে বলে অভিযোগ উঠেছে।

মাঝে কিছুদিন পুলিশ ও সেনা তৎপরতায় পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণ করা গেলেও গত কয়েক মাসে হাতের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি।

অভিযোগ রয়েছে, পাক-মদদপুষ্ট জঙ্গিদের আনাগোনা মারাত্মক বেড়ে গেছে। একের পর এক সাধারণ মানুষকে নিশানা করছে তারা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!