খুলনা, বাংলাদেশ | ২৪ আশ্বিন, ১৪৩১ | ৯ অক্টোবর, ২০২৪

Breaking News

  ড. শেখ আব্দুল রশিদকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে ২ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ
  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮১
  ছয় মামলায় সাবের হোসেনের জামিন, কারামুক্তিতে বাধা নেই
  বাংলাদেশী ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি

কারা কর্তৃপক্ষের অবহেলায় বিএনপি নেতা সাবুর মৃত্যুর অভিযোগ, তদন্ত দাবি

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেছেন, সাতক্ষীরা জেলা কারাগার কর্তৃপক্ষের অবহেলা কারণে বিনাচিকিৎসায় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান সাবু’র মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী সরকারের দেয়া মিথ্যা মামলায় ৪ বছর সাজাপ্রাপ্ত সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান সাবু সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম মাহফুজুর রহমান সাবু ২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাতক্ষীরা সফরকালে গাড়ির বহরে কথিত হামলার ঘটনায় দায়েরকৃত মামলা যা গত ২০১৪ সালে হাইকোর্টের আপিল আদেশের প্রেক্ষিতে সাতক্ষীরা আদালতে দাখিলকৃত হয়ে ২০২১ সালে ৪ ফেব্রুয়ারীতে আদালত কর্তৃক ঘোষিত সাজায় ৪ বছর সাজাপ্রাপ্ত হয়ে গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতা সাবু আদালতে আত্মসমর্পন করেন।

নেতৃবৃন্দ বলেন, আন্দোলন, সংগ্রাম, দলীয় রাজনীতি সুপ্রিয় ও সাহসি নেতা মরহুম মাহফুজুর রহমান সাবু স্বৈরাচার বিরোধী সকল গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সংগ্রামী নেতা ছিলেন। সে কারণে ২০১৬ সালে মিথ্যা মামলায় ৮ মাস কারা নির্যাতন ভোগ করেন। কারারুদ্ধ সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান সাবুর স্ত্রী ও সন্তান সাইফুর রহমান সৈকত জানান, গত ১৪ জুন বেলা সাড়ে ৩টা ৩০ মিঃ জেলখানায় তার পিতা অসুস্থ হয়ে পড়লেও সাতক্ষীরা জেল কর্তৃপক্ষ পরিবারকে না জানিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। রাত আনুমানিক ৯টায় জেল কর্তৃপক্ষ খবর দিলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এসে তার পিতাকে মৃত অবস্থায় পান এবং ১৫ জুন (মঙ্গলবার) হাসপাতাল ও জেল কর্তৃপক্ষ বেলা পৌনে ১২ টায় মরদেহ হস্তান্তর করে। বর্তমান সরকারের ১৩টি মিথ্যা মামলার আসামী মরহুম মাহফুজুর রহমান সাবু ২০১৭ সালে কারারুদ্ধ অবস্থায় স্ট্রোকের কারণে দুই চোখ অন্ধ হয়ে যাবার পরও বর্তমান সরকার তাকে মিথ্যা মামলায় আসামী করেন এবং তাকে সাজা দিয়েছেন। খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ সরকারের এই নির্দয় আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সাথে কারা কর্তৃপক্ষ ও সরকারের অবহেলার তদন্ত দাবি করেছেন।

বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ। সূত্র : প্রেস রিলিজ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!