সাতক্ষীরার কলারোয়ায় পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের ১০ কাঠা জমির পটল গাছ ও অন্যান্য ফসল উপড়ে দিয়েছে আপন ভাই ও ভাইপোরা। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কেরেলকাতা ইউনিয়নের বলিয়ানপুর গ্রামের দরিদ্র কৃষক মুনসুর আলীর ডিপের মোড় মাঠের জমিতে এ ঘটনা ঘটে৷ এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে কলারোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মনসুর আলী৷
ক্ষতিগ্রস্ত কৃষক কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুর গ্রামের মৃত সদরুদ্দিন বিশ্বাসের ছেলে মনসুর আলী জানান, জমি জমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে তার ভাই নূর হোসেন, আলী হোসেন, আনসার আলী ও ভাইপো হাসান পরিকল্পিতভাবে মাঠের ১০ কাঠা জমিতে লাগনো ফলন্ত পটল গাছ, বেগুন গাছ, মান কচু, লালগম ও পিয়াজ উপড়ে দিয়েছে৷ এতে তার প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতির প্রতিকার চেয়ে কৃষক মনসুর আলী প্রশাসনের নিকট সহযোগিতা কামনা করেছেন৷
কলারোয়া থানা অফিসার ইনচার্জ মির খায়রুল কবির জানান, কৃষকের জমির ফসল উপড়ে দেয়া আসলেই দুঃখজনক ঘটনা৷ কৃষক মনসুর আলী বাদী হয়ে বুধবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ অভিযোগের সত্যতা তদন্তপূর্বক যাচাই করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে৷
খুলনা গেজেট/কেএম