খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

কলারোয়ায়  পাচারকালে ১৫ বস্তা  ভিজিএফ’র চাউল জব্দ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

 

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নে পাচারের সময় ১৫ বস্তা সরকারি ভিজিএফ এর চাউল জব্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২৭ জুন) দুপুরে একটি  ইজিবাইকে ভর্তি উক্ত চাউলসহ চালক হাবিবুল্লাহকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে মঙ্গলবার দুপুরে জয়নগর ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাউল বিতরণ চলছিল। এসময় একটি ইজিবাইক যোগে ১৫ বস্তা চাউল নিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে চালক হাবিবুল্লাহ। এসময় স্থানীয়দের  সন্দেহ হলে তারা ইজিবাইকসহ উক্ত চালককে আটক করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চালক জানায়, জয়নগর ইউনিয়ন পরিষদের দফাদার আলাউদ্দিন তাকে ওই চাউল নিয়ে যেতে বলেছেন।
অভিযুক্ত দফাদার আলাউদ্দিন বলেন, চাউল গুলো ভালো না। মানুষ কম দামে বিক্রি করে দেয়। ঘেরের মাছের খাওয়ার জন্য আমারও কিছু চাউল দরকার ছিলো। তাই আমি স্লিপ কিনেছি। সেই চাউল বাড়ি নিয়ে যাচ্ছিলাম ইজিবাইকে করে।
এ ব্যাপারে জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন বলেন, আমি ইউনিয়ন পরিষদে ছিলাম না। আমি এ বিষয়ে কিছু জানি না। তবে শুনেছি সে নাকি স্লিপ কিনেছে। সেই চাউল বাড়ি নিয়ে যাচ্ছিল।
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস  চাউল জব্দ করে স্থানীয় স্বরসকাটি পুলিশ ফাঁড়িতে রাখার নির্দেশ দিয়েছেন।
খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!