খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  মানবতাবিরোধী অপরাধ : চিফ প্রসিকিউটর দেশে না থাকায় ফখরুজ্জামান ও সাত্তারের জামিন শুনানি ২ সপ্তাহ পেছাল আপিল বিভাগ
  আজ থেকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ শুরু
  অ্যান্টিগা টেস্ট: শেষ দিনে বাংলাদেশের দরকার ২২৫ রান, হাতে ৩ উইকেট

কলারোয়ায় ছিনতাইকালে ২ ভুয়া ডিবি আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের সময় দুই জনকে হ্যান্ডক্যাপসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে সাতক্ষীরার কলারোয়ার উপজেলার ঝাপাঘাটা গ্রাম থেকে গ্রামবাসি তাদেরকে আটক করে। এ সময় পালিয়ে গেছে আরো ৩ জন।

আটককৃতরা হলো, যশোর জেলার শার্শা উপজেলার সাতাই গ্রামের নজরুল ইসলামের দুই ছেলে গোলাম রসুল ও সোহাগ।

ব্যাবসায়ী মিন্টু হোসেন বলেন, আমার কাছে এক লাখ টাকা ছিল। কলোরায়া থেকে বাড়ি ফিরছিলাম। টাকা ছিনতাইয়ের জন্য ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমাকে থামানো হয়। এ সময় আটক একজন বলে ‘আমি ডিবি পুলিশের এস আই। তোমার কাছে অবৈধ মাল আছে।’ তাদের দেখে সন্দেহ হলে আমি চিৎকার দিই। এসময় গ্রামবাসি দুই জনকে আটক করে ও ৩ জন পালিয়ে যায়।

কলারোয়ার থানার ইন্সপেক্টর নাছির উদ্দিন মৃধা জানান, কলারোয়ার উপজেলার দামোদারকাঠি গ্রামের ব্যবসায়ী মিন্টু হোসেন কলারোয়া থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঝাপাঘাটা গ্রামের মাঠে পৌছালে থাকে থামানো হয়। এ সময় হ্যান্ডক্যাপ নিয়ে তার কাছে যেয়ে টাকা দাবি করে পুলিশ পরিচয় দিয়ে। ব্যবসায়ী মন্টুর সন্দেহ হলে তিনি চিৎকার দিলে দুই জনকে গ্রামবাসি আটক করে । পরে দুই জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় মামলা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!