দেশব্যাপী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ব্যাপক সংক্রমন বৃদ্ধি ও মৃত্যু রোধে মহান রব্বুল আলামিনের কৃপা কামনায় আজ রবিবার (৪ এপ্রিল) দেশব্যাপী বিএনপির বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচীর অংশ হিসেবে বাদ জোহর খুলনা মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে হেরাজ মার্কেট মসজিদে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপি সভাপতি এড. শফিকুল আলম মনা, মহানগর বিএনপি সাধারন সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনি সহ বিএনপি ও অংগদলের নেতৃবৃন্দ দোয়ায় অংশনেন। অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ূ কামনা করা হয়।
করোনা ভাইরাসে আক্রান্ত দলের জাতীয় স্হায়ী কমিটির সদস্য ড. মোশার্রফ হোসেন, ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ডা: জাহিদ হোসেন, এড. আহন্মদ আজম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল সহ অসুস্হ সকলের রোগ মুক্তি কামনা করা হয়। একই সাথে মৃত্যুবরণকারী সকলের মাগফিরাত কামনা করা হয় ।
খুলনা গেজেট/এমএইচবি